Home
     
  About Him
     
  List of Songs
     
  Photo Gallery
     
  News Update
     
  Contact Us
     
     
 
 
News on Padmabhusan Manna Dey is continuously updated. You have the scope to enrich the news item. If you send any information or news on him, this may be incorporated subject to approval of the screening committee.
Tiitleমান্না দে সঙ্গীত একাডেমির শুভ ২০তম প্
Content:  প্রিয় বন্ধুরা,
আমরা খুব আনন্দের সাথে জানাই যে আমরা আমাদের মান্না দে সঙ্গীত একাডেমির শুভ ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে চলেছি আগামী ১ মে, ২০২৫ বৃহস্পতিবার, রবীন্দ্র ভারতী সোসাইটি, জোড়াসাঁকো তে অবস্থিত রথীন্দ্র মঞ্চে, বিকাল ৫ টা থেকে। 
 
সুরের জাদুগর, সুরসাগর সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আমরা অনুষ্ঠানের প্রথমার্ধে সলিল সঙ্গীতে অবগাহন করবো। দ্বিতীয়ার্ধে দীপতাংশু গার্গী পারফর্মিং ট্রুপের অংশগ্রহণে একটি বিশেষ নৃত্যনাট্য "রাগিণীর ছন্দে" মঞ্চস্থ করবো। 
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বনামধন্য সাংবাদিক ও সাহিত্যিক শ্রী শঙ্করলাল ভট্টাচার্য মহাশয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন যথাক্রমে বিশিষ্ঠ সমাজসেবী এবং সেরাম থ্যালাসেমিয়া গ্রূপের কর্ণধার শ্রী সঞ্জীব আচার্য মহাশয় এবং বিশিষ্ঠ সঙ্গীত ব্যক্তিত্ব এবং সলিল সমারোহের কর্ণধার শ্রী কঙ্কন ভট্টাচার্য মহাশয়। 
 
এই অনুষ্ঠানে সপরিবারে ও সবান্ধবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাই। প্রবেশ অবাধ।
 
বিনীত 
সভ্যবৃন্দ 
 
* অনুগ্রহ করে অনুষ্ঠান শুরুর পূর্বের আসন সংগ্রহ করুন।
 
 
© Copyright 2008 Manna Dey Sangeet Academy. All right reserved.