| সুজনেষু,
মান্না দে সঙ্গীত একাডেমি -র সকল সদস্য যথোচিত শ্রদ্ধা ও মর্যাদা সহকারে সঙ্গীত রত্ন শ্রী মান্না দে -র দ্বাদশ মৃত্যু বার্ষিকী পালন করতে চলেছে উপেন্দ্রকিশোর সভাগৃহ, চারুবাসনা, যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টস, ৩৮৮বি /১, প্রিন্স আনোয়ার শাহ রোড, কলকাতা - ৭০০ ০৪৫, আগামী ২৪ অক্টোবর, ২০২৫, শুক্রবার, সন্ধে ৫ টা থেকে।
এই অনুষ্ঠানে চতুর্থ বার্ষিক মান্না দে স্মৃতি বক্তৃতা দেবেন বিশিষ্ট সঙ্গীত গবেষক ও সংগ্রাহক শ্রী সপ্তর্ষি ভট্টাচার্য্য মহাশয় এবং এই অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মাননীয় শ্রী গৌতম ঘোষ মহাশয়। এ ছাড়া আমাদের সদস্যরা সঙ্গীত পরিবেশন করবেন এবং একটি বিশেষ তথ্য চিত্রও প্রদর্শিত হবে।
এই অনুষ্ঠানে প্রয়াত মহান শিল্পীকে শ্রদ্ধা জানাতে সমমনস্ক সবাইকে সপরিবারে ও সবান্ধবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাই। অনুষ্ঠানে প্রবেশ অবাধ।
আহবানে - সকল সদস্য।

|